
প্রতিবেদক: চলতি বছরের (২০২৫) জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন আয় করেছে ৭ হাজার ৯৩৮ কোটি টাকা। এই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ হাজার ৫১৩ কোটি টাকা।
গত বুধবার গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের সভায় অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এরপর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
অর্থনৈতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ছয় মাসের তুলনায় ২০২৫ সালের একই সময়ে গ্রামীণফোনের আয় কমেছে ২১৮ কোটি টাকা (প্রায় ২.৭ শতাংশ)। গত বছর এই সময়ে কোম্পানির আয় ছিল ৮ হাজার ১৫৬ কোটি টাকা, যা এবার কমে হয়েছে ৭ হাজার ৯৩৮ কোটি টাকা।
মুনাফার ক্ষেত্রেও দেখা গেছে উল্লেখযোগ্য পতন। গত বছরের জানুয়ারি-জুন সময়ে কর-পরবর্তী মুনাফা ছিল ২ হাজার ১৯৯ কোটি টাকা। চলতি বছরে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৩ কোটি টাকায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে ৬৮৬ কোটি টাকা, যা শতাংশের হিসাবে প্রায় ৩১ শতাংশ।
মুনাফা কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি এবং কর বাবদ ব্যয় বেড়ে যাওয়া। চলতি বছর এই ছয় মাসে কোম্পানিটি সরকারকে কর দিয়েছে ৯৯২ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ২২৬ কোটি টাকা বেশি।
এই সময়ে অর্জিত মুনাফার ভিত্তিতে গ্রামীণফোন শেয়ারধারীদের জন্য ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, অর্থাৎ প্রতি শেয়ারে ১১ টাকা। কোম্পানিটি মোট ১ হাজার ৪৮৫ কোটি টাকা লভ্যাংশ বিতরণ করবে, যা তাদের মোট মুনাফার ৯৮ শতাংশ।
২০২৪ সালে গ্রামীণফোন শেয়ারধারীদের মধ্যে মোট ৪ হাজার ৪৫৬ কোটি টাকা লভ্যাংশ দিয়েছিল, যার মধ্যে ২ হাজার ১৬০ কোটি ছিল অন্তর্বর্তীকালীন এবং ২ হাজার ২৯৬ কোটি টাকা চূড়ান্ত লভ্যাংশ।