গ্রামীণ টেলিকমের ‘সমাধান সার্ভিসেস’ পেল পিএসপি লাইসেন্স

প্রতিবেদক:গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড’ বাংলাদেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কাজ করার অনুমোদন পেয়েছে। বাংলাদেশ ব্যাংক পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০২৪–এর অধীনে ২ জুন এই লাইসেন্স দেওয়া হয়।

সমাধান সার্ভিসেস ২০২১ সালের ১৬ নভেম্বর পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছিল। অনাপত্তিপত্র পাওয়ার শর্ত পূরণ করলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময় নেয়। এরপর ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে এনওসি প্রদান করে, যার ফলে লাইসেন্স পাওয়ার পথ উন্মুক্ত হয়।

সমাধান সার্ভিসেসের পরিচালনা পর্ষদে ৯ জন সদস্য রয়েছেন, যাদের অধিকাংশই গ্রামীণ টেলিকম মনোনীত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম শাহজাহান, যিনি গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান একই সঙ্গে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পিএসপি হিসেবে সমাধান সার্ভিসেস দেশের তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইলেকট্রনিক পেমেন্ট ও লেনদেন নিষ্পত্তি সেবা দিতে পারবে।

এই লাইসেন্সের মাধ্যমে দেশে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদনপ্রাপ্ত পিএসপি প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল আটটিতে। এর মধ্যে আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ এবং রিকার্সন ফিনটেক অন্যতম। এছাড়া মোবাইল অপারেটর রবি ও বাংলালিংক ডিজিটাল ওয়ালেট চালুর জন্য আগ্রহ প্রকাশ করেছে। অনলাইন প্ল্যাটফর্ম দারাজ ও চালডাল-ও পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।