
অনলাইন ডেক্স: ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল) এক গ্রাহকের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানির মামলা করেছে। গত মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। ইবিএল গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত গ্রাহক মো. মোর্তোজা আলীর বিরুদ্ধে সমন জারি করেছেন। ব্যাংকটি আরও জানায়, চাঁদগাঁও ব্রাঞ্চের গ্রাহক মোর্তোজা আলী অসৎ উদ্দেশ্যে সম্প্রতি চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইবিএলের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালকসহ ৪৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের জন্য পিটিশন জমা দেন।
ইবিএল অভিযোগ করেছে, ওই পিটিশনে ভিত্তিহীনভাবে ব্যাংকের বিরুদ্ধে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়। পিটিশনের তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং ব্যাংকের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ক্ষতিপূরণ দাবিতে মোর্তোজা আলীর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে ইস্টার্ণ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার। তিনি জানান, এই ঘটনা ২০১৭ সালে সংঘটিত একটি তহবিল আত্মসাতের ঘটনার সঙ্গে সম্পর্কিত। ব্যাংকের এক সাবেক কর্মকর্তা বহিরাগত প্রতারকদের সঙ্গে যোগসাজশ করে এই জালিয়াতি করেছিলেন। ওই ঘটনার পর ব্যাংক কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং দোষীদের বিরুদ্ধে মামলা করে। আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও আর্থিক জরিমানা আরোপ করেন।