গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের দুই উদ্যোক্তা শেয়ার বেচা-কেনার ঘোষণা

প্রতিবেদক: বীমা খাতের শীর্ষ কোম্পানি গ্রিণ ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির দুই উদ্যোক্তা শেয়ার বেচা ও কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা এম মুহিবুর রহমান তার হাতে থাকা ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫ শেয়ার সম্পূর্ণ বিক্রি করবেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ব্লক মার্কেটে এই পরিমাণ শেয়ার বিক্রি করবেন। অন্যদিকে, কোম্পানির আরেক উদ্যোক্তা আজম জে চৌধুরী ৫ লাখ ৯৬ হাজার ৬৭৫ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনিও একই সময়ে এবং বর্তমান বাজারদরে ব্লক মার্কেট থেকে শেয়ার কিনবেন।

গ্রিণ ডেল্টা ইন্স্যুরেন্স ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এবং বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা, যার বিপরীতে পরিশোধিত মূলধন ১০০ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৬৩২ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ১ লাখ ৮৮ হাজার ১৯৪টি।

ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০.৫১%, প্রাতিষ্ঠানিক ২১.৩৭%, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৪.৬০% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩.৫২% শেয়ার রয়েছে।

শেয়ারদর লেনদেন

গত কার্যদিবসে কোম্পানির শেয়ারদর শূন্য দশমিক ৪৪% কমে ৪৫ টাকা ১০ পয়সায় হাতবদল হয়। ওই দিন ১৭,১০৪টি শেয়ার ৩৬ বার লেনদেন হয়েছে, যার বাজারদর ৭ লাখ টাকা। শেয়ারদরের সর্বনিম্ন ছিল ৪৪ টাকা ৭০ পয়সা এবং সর্বোচ্চ ছিল ৪৫ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারদর ৪১ টাকা থেকে ৬৫ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

লভ্যাংশ ঘোষণা

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ২৫% নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা এবং শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) ৭০ টাকা ৪০ পয়সা। শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৭ মার্চ, ২০২৫ বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আগের বছরের লভ্যাংশ

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬ টাকা ১১ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ৭৩ টাকা ১৮ পয়সা এবং শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ৫ টাকা ৯৮ পয়সা। একইভাবে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের রিপোর্ট অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় ছিল ৭ টাকা ৩০ পয়সা, শেয়ারপ্রতি এনএভি ছিল ৬৮ টাকা ৯৬ পয়সা এবং শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ৫ টাকা ৯৪ পয়সা।

এছাড়া, কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২১ সালে ৩০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল, যেখানে শেয়ারপ্রতি আয় ছিল ৮ টাকা ৪৩ পয়সা এবং শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য ছিল ৬৯ টাকা ৩২ পয়সা। ওই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ১ টাকা ৭০ পয়সা (ঘাটতি)।