ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা চলছে: নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা

অনলাইন ডেক্স: কক্সবাজারের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সীমান্ত সড়ক ও সম্ভাব্য স্থলবন্দর স্থানের পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. সাখাওয়াত হোসেন বলেন, “সীমান্ত সড়ক এবং সম্ভাব্য স্থলবন্দর নির্মাণের জায়গা পরিদর্শন করেছি। ভবিষ্যতের কথা মাথায় রেখে সেখানে স্থলবন্দর নির্মাণের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে আমাদের সম্পর্ক অতীতে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই রোহিঙ্গা পরিস্থিতি মাথায় রেখে একটি স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে নৌপথের তুলনায় স্থলপথ বেশি সুবিধাজনক। ঘুমধুমের এশিয়ান ট্রান্সরোড দুই দেশের মধ্যে সহজ যোগাযোগের পথ হিসেবে ব্যবহৃত হতে পারে। টেকনাফে আমাদের একটি বন্দর থাকলেও, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে বাণিজ্যে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এই সমস্যা কেটে যাবে।”

টেকনাফ বন্দরের বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “টেকনাফ বন্দরকে স্থলবন্দর বলা হলেও এটি মূলত নৌবন্দর হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে এটি আন্তর্জাতিক নৌবন্দর হিসেবে উন্নত হতে পারে অথবা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হতে পারে। তবে ঘুমধুম এলাকায় একটি স্থলবন্দর নির্মাণের সম্ভাবনা নিয়ে পরিকল্পনা রয়েছে।”

এ সময় পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মানজারুল মান্নান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ ইয়ামিন, ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।