চট্টগ্রামের চাপ কমাতে মোংলা বন্দরের ব্যবহার বাড়ানোর তাগিদ এনবিআর চেয়ারম্যানের

প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে পারলে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমবে এবং যানজট ও জাহাজজট অনেকটাই হ্রাস পাবে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর বর্তমানে অতিমাত্রায় ব্যস্ত। ফলে সেখানে জানজট ও জাহাজজট দেখা দিচ্ছে। অথচ মোংলা বন্দরের ব্যবহার অনেক কম। আমরা যদি মোংলার ব্যবহার বাড়াতে পারি, তাহলে চট্টগ্রামের উপর চাপ কমবে এবং একই সঙ্গে মোংলা কাস্টমস ও বন্দরের রাজস্ব আয়ও বাড়বে।”

এনবিআর চেয়ারম্যান জানান, এই লক্ষ্যেই সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কী কী সমস্যা রয়েছে, তা জানার জন্য সরেজমিন পরিদর্শন চলছে। তিনি বলেন, “আমরা জানতে চাই, মোংলা বন্দরের আসল সক্ষমতা কতটুকু, বর্তমানে কীভাবে ব্যবহার হচ্ছে এবং আরও কীভাবে ব্যবহার বাড়ানো সম্ভব। একইসঙ্গে মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা বোঝার চেষ্টা করছি।”

মতবিনিময়ের আগে তিনি মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন। পরে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যানের একান্ত সচিব আতাউল গনি ওসমানী, জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ, মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।