চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা

প্রতিবেদক: চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর প্রথম দিনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর আয়োজনে এই পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সফরে অংশগ্রহণ করেন চীন, কোরিয়া, জাপানসহ ৪০টি দেশের ৬০ জনের একটি প্রতিনিধি দল। বিডা জানিয়েছে, বিশেষভাবে শিল্প কারখানা স্থাপন করতে আগ্রহী বিনিয়োগকারীদের কোরিয়ান ইপিজেডের বাস্তবচিত্র তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনা ও সুযোগ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন।

বিডার আশা, এই পরিদর্শনের ফলস্বরূপ বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান এবারের সম্মেলনে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করতে পারে।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কোরিয়ান ইপিজেড ৭ মিলিয়ন বর্গফুটের বেশি আয়তন জুড়ে ৪৮টি সবুজ শিল্প প্রতিষ্ঠান ধারণ করছে। এখানে ১০টি ডিজাইন ডেভেলপমেন্ট সেন্টার এবং ১০০ একর জমিতে নির্মাণাধীন একটি আইটি পার্ক রয়েছে। বর্তমানে এখানে প্রায় ৩০,০০০ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যার মধ্যে ৭৫ শতাংশ নারী কর্মী।

ইপিজেডের বিভিন্ন কারখানায় উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে টেক্সটাইল, গার্মেন্টস, গার্মেন্টস এক্সেসরিজ, জুতা এবং আইটি পরিষেবা। এখন পর্যন্ত কোরিয়ান ইপিজেডে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ আকৃষ্ট হয়েছে।

বিডা জানায়, বিদেশি বিনিয়োগকারীদের জন্য এই পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে তারা সরাসরি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং কারখানা স্থাপন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ধারণা পাচ্ছেন। সরকারের আশা, এই সফর বাংলাদেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।