চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল সংগ্রহের দায়িত্ব পেল ইস্টার্ন ব্যাংক (ইবিএল)

অনলাইন ডেক্স: চট্টগ্রামের ব্যস্ততম সড়ক শহিদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার (লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এলিভেটেড এক্সপ্রেসওয়ে) এর টোল সংগ্রহের দায়িত্ব পেয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। এ লক্ষ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম এবং ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ইস্টার্ন ব্যাংক চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের সকল সক্রিয় টোল বুথের দৈনিক টোল সংগ্রহের তদারকি করবে। পাশাপাশি, সংগৃহীত অর্থ সিডিএ কর্তৃক নির্ধারিত ইবিএল অ্যাকাউন্টে জমা করার দায়িত্বও পালন করবে।

এ চুক্তির মাধ্যমে ফ্লাইওভারের টোল ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, আধুনিক এবং কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। ইবিএল-এর অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা ব্যবহারের ফলে টোল সংগ্রহ পদ্ধতিতে স্বচ্ছতা আসবে এবং আর্থিক জবাবদিহিতা ও অপারেশনস দক্ষতা বৃদ্ধি পাবে।

শহিদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক, যা প্রতিদিন হাজারো যানবাহন ব্যবহারের মাধ্যমে শহরের যানজট কমাতে সহায়তা করছে। এই চুক্তির ফলে টোল আদায়ের প্রক্রিয়া আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছ হবে, যা সিডিএ এবং সড়ক ব্যবহারকারীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

সরকার ও বেসরকারি খাতের এমন যৌথ উদ্যোগ চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে আরও আধুনিক সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।