চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল কার্যকর হবে এক মাস পর

In বন্দর
September 21, 2025

প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল এক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে বন্দর মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নৌ উপদেষ্টা বলেন, “ট্যারিফ আরও এক মাসের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে। চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে, তাঁর পরামর্শেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের নতুন মাশুলের প্রজ্ঞাপন জারি হয়, যা ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। প্রজ্ঞাপন অনুযায়ী, বন্দরের সব ধরনের মাশুল গড়ে ৪১ শতাংশ বাড়ানো হয়। সবচেয়ে বেশি বেড়েছে কনটেইনার পরিবহনের মাশুল, যা কনটেইনারপ্রতি (২০ ফুট) ৪ হাজার ৩৯৫ টাকা নির্ধারণ করা হয়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কার্যকর হতে যাচ্ছে এক মাস পর। এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি হলে তা কার্যকর হবে।

বন্দরে বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে নৌ উপদেষ্টা বলেন, “আন্তর্জাতিক অপারেটর ছাড়া আমরা এগোতে পারব না। চট্টগ্রাম বন্দরের বয়স ১৪০ বছর হলেও এটি এখনও বিশ্বে যথেষ্ট পরিচিত নয়। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো শত শত বন্দর পরিচালনা করছে। তাদের অভিজ্ঞতা ছাড়া আমরা অন্ধকারেই থেকে যাব।”

বে-টার্মিনালের বিষয়ে তিনি জানান, “বিশ্বব্যাংক এর জন্য অর্থ দিয়েছে। আশা করছি ডিসেম্বরের মধ্যে চুক্তি করা সম্ভব হবে। কাগজপত্রের কাজ এ বছরের মধ্যেই শেষ হবে এবং নতুন সরকার এলে কাজ শুরু হবে।”

এদিন বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত ‘কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনা: সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতির পথ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মোনিরুজ্জামান, চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার নুসরাত সুলতানা প্রমুখ। কর্মশালায় সভাপতিত্ব করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।