চট্টগ্রাম বন্দরের নির্দেশনা ৭২ ঘণ্টার মধ্যে লাইটার জাহাজ সরাতে হবে

অনলাইন ডেক্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত ও বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) নতুন নির্দেশনা জারি করেছে। গতকাল জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য লোড করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করতে হবে।

চবকের ডেপুটি কনজারভেটরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয়সহ সব ধরনের পণ্যের সরবরাহ চেইন অব্যাহত রাখা, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বন্দর কার্যক্রম ও নৌ চলাচল নির্বিঘ্ন করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বন্দর সীমানা না ছাড়লে চট্টগ্রাম বন্দর আইন ও আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোড অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাদার ভেসেল থেকে পণ্য বোঝাইয়ের পর অনেক লাইটার জাহাজ অযৌক্তিকভাবে বন্দর এলাকায় দিনের পর দিন অবস্থান করে। এতে পণ্যের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়, বাজারে কৃত্রিম সংকট তৈরি হয় এবং দ্রব্যমূল্য বাড়ার ঝুঁকি থাকে। ফলে সাধারণ ভোক্তার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এ ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধির অপচেষ্টা রাষ্ট্র ও জনস্বার্থবিরোধী বলে উল্লেখ করেছে চবক। এছাড়া, অতিরিক্ত লাইটার জাহাজ বন্দরের সীমানায় দীর্ঘদিন অবস্থান করায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং অন্যান্য সরবরাহ ব্যবস্থাপনায়ও সমস্যা তৈরি হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের নতুন নির্দেশনা অনুযায়ী, লোডিং সম্পন্ন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে লাইটার জাহাজগুলোকে বন্দর এলাকা ছাড়তে হবে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে কৃত্রিম সংকট রোধ করাই মূল লক্ষ্য। সময়মতো নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।