
প্রতিবেদক: আমদানি করা পণ্যভর্তি কনটেইনার (এফসিএল) রাখার ওপর আরোপিত বাড়তি চার গুণ ভাড়া আদায় স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষের পরিবহন পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমদানি করা কনটেইনারের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল। এতে বন্দরের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ কারণে গত ১০ মার্চ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে রাখা কনটেইনারের ওপর স্বাভাবিক ভাড়ার চার গুণ জরিমানা আদায় করা হচ্ছিল।
তবে বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধে এই বাড়তি ভাড়া আদায়ের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। আগামী ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এ সময়ে কনটেইনার জটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে কর্তৃপক্ষ। উল্লেখ্য, বন্দরে কনটেইনার রাখার জন্য তিন স্তরে ভাড়া আদায় করা হয়ে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, বাড়তি ভাড়া স্থগিত হওয়ায় আপাতত ব্যবসায়ীদের চাপ কমবে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।