চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমাতে এক মাসের জন্য এফসিএল কন্টেইনারে স্টোররেন্ট স্থগিত

প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কন্টেইনার জট কমাতে আমদানি করা এফসিএল (ফুল কন্টেইনার লোড) কন্টেইনারে চলমান চারগুণ ‘স্টোররেন্ট’ এক মাসের জন্য স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে প্রযোজ্য, পানগাঁও আইসিটিতে চলতি বছরের ১০ মার্চ থেকে চারগুণ হারে স্টোররেন্ট আরোপ করা হয়েছিল। তবে বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এফসিএল কন্টেইনারের ওপর চলমান চারগুণ স্টোররেন্ট স্থগিত করা হয়েছে। খালি কন্টেইনারের ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না।

বন্দর সূত্রে জানা যায়, বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধের ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষ এই স্থগিতাদেশ দিয়েছে। তাই আমদানিকারকদের দ্রুত তাদের কন্টেইনার ডেলিভারি নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে।

বিজিএমইএর প্রথম সহসভাপতি ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান বলেন, “গার্মেন্ট মালিক যদি সচেতন হন, তিনি কখনও কন্টেইনার ফেলে রাখবেন না। বন্দরের জট নিরসনে এ আদেশ দেওয়া হয়েছে। এক মাসের জন্য স্টোররেন্ট স্থগিতাদেশকে আমরা স্বাগত জানাই।”