চট্টগ্রাম বন্দরে গেট পাসের জন্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু

অনলাইন ডেক্স: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) বন্দরে কনটেইনার ও কার্গো উঠানামার গতি বাড়াতে সব পণ্যবাহী বাহনের গেট পাসে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছে।গতকাল  মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) বন্দরের চার নম্বর গেটে এই অনলাইন গেট পাস সিস্টেমের উদ্বোধন করেন চবক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

চবক চেয়ারম্যান জানান, আগে ম্যানুয়াল পেমেন্ট পদ্ধতিতে গড়ে ২০ মিনিট সময় লাগত, ফলে বন্দরের আটটি গেটেই দীর্ঘ লাইন তৈরি হতো এবং বন্দরের অ্যাপ্রোচ রোডগুলোতে যানজট দেখা দিত।

নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় চালকরা মোবাইলের মাধ্যমে আগেই টাকা পরিশোধ করতে পারবেন। অনলাইন পেমেন্ট রসিদ স্ক্যান করে এখন মাত্র ১-২ মিনিটের মধ্যে বন্দরে প্রবেশ করা সম্ভব হবে।

গত বছরের নভেম্বরে চবক পরীক্ষামূলকভাবে এই ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম চালু করে। বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (TOS) আওতায় ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড এই অনলাইন পেমেন্ট সিস্টেমটি ডেভেলপ করেছে।

চবক চেয়ারম্যান আরও জানান, এই নতুন সিস্টেমে প্রায় এক লাখ যানবাহনের তথ্য ও এক লাখ চালকের বায়োমেট্রিক রেকর্ড সংরক্ষিত রয়েছে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পণ্যবাহী বাহনের গতিবিধি সহজেই পর্যবেক্ষণ করতে পারবে।

চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ৬,০০০ থেকে ৮,০০০ যানবাহন প্রবেশ করে, যার মধ্যে রয়েছে—  ট্রাক, কাভার্ডভ্যান,কনটেইনারবাহী প্রাইম মুভার।

নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর ফলে সময় সাশ্রয়, যানজট কমানো ও বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। এটি দেশের সবচেয়ে ব্যস্ত সমুদ্রবন্দরের পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।