
প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু করেছে, যার ফলে এখন থেকে ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে অনলাইনে বন্দর মাশুল পরিশোধ করতে পারবেন। এই আধুনিক সুবিধাটি বন্দর সংক্রান্ত লেনদেনকে আরও সহজ, স্বচ্ছ ও সময়-সাশ্রয়ী করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
শনিবার সন্ধ্যায় র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল পেমেন্ট পদ্ধতির উদ্বোধন করেন। তিনি বলেন, বহুদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এই উদ্যোগ বন্দর ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সেবানির্ভর করে তুলবে। একইসঙ্গে তিনি মাত্র ছয় মাসে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ও ইস্টার্ন ব্যাংক পিএলসিকে (ইবিএল) ধন্যবাদ জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এই উদ্যোগকে “স্মার্ট চট্টগ্রামের” পথে একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং নাগরিক সুবিধা ও অর্থনৈতিক গতিশীলতার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মটি চট্টগ্রাম বন্দরের ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ ধাপ। তিনি উল্লেখ করেন, বিশ্বের আধুনিক বন্দরগুলো দ্রুত ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করছে, তাই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের প্রধান এই বন্দরকেও একই পথে এগোতে হবে।
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ইবিএলের সহায়তায় বাস্তবায়িত এই স্বয়ংক্রিয় রাজস্ব আদায় ও পেমেন্ট প্ল্যাটফর্মটি নিরাপদ ও আধুনিক। এটি ব্যবহারকারীদের জন্য বহুমাত্রিক পেমেন্ট সুবিধা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, “দশকের পর দশক ধরে ব্যবহারকারীরা সশরীরে গিয়ে পেমেন্ট করতেন। আজ থেকে সেই অধ্যায়ের ইতি ঘটল।”
এই যৌথ উদ্যোগকে সফল সরকারি-বেসরকারি অংশীদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।