58 views 0 secs 0 comments

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার টন গম

অনলাইন ডেক্স: চট্টগ্রাম, ৭ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আজ (বুধবার) খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই গমের মধ্যে ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

চট্টগ্রাম বন্দরে ইতোমধ্যে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্দরে গম খালাসের পর তা দেশের বিভিন্ন স্থানে খাদ্যগুদামে পাঠানো হবে। সরকারিভাবে আমদানি করা এই গম সাধারণত ওএমএস (খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি) কর্মসূচি, খাদ্যবান্ধব কর্মসূচি এবং বিভিন্ন সরকারি সংস্থার জন্য সরবরাহ করা হয়।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, চট্টগ্রাম ও মোংলা বন্দরে দ্রুত গম খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ নিশ্চিত করা যায়।

বিশ্ববাজার থেকে আমদানি করা এই গমের সরবরাহ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকারিভাবে গম আমদানির ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং বাজারে দাম স্থিতিশীল থাকবে।

এর আগে, চলতি অর্থবছরে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বেশ কয়েক দফায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গম আমদানি করা হয়েছে। আর্জেন্টিনার এই চালান সেই ধারাবাহিকতার অংশ।

দেশের চাহিদা মেটাতে এবং গমের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত গম আমদানি করে থাকে। বিশেষ করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে গমের বৈশ্বিক সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাংলাদেশ বিকল্প উৎস থেকে আমদানি বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, নিয়মিত আমদানির মাধ্যমে গমের ঘাটতি পূরণ ও বাজার স্থিতিশীল রাখার পদক্ষেপ চালিয়ে যাচ্ছে সরকার। আমদানি করা গম সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় কমমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির পাশাপাশি শিল্প ও খাদ্যপ্রক্রিয়াকরণ খাতেও সরবরাহ করা হবে।