চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২,৫০০ মেট্রিক টন গম

অনলাইন ডেক্স: আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ ‘এমভি ইন্ডিগো ওমেগা’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৩) মাধ্যমে এই গম আমদানি করা হয়েছে। সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত গম আমদানি ও সরবরাহের অংশ হিসেবে এই চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষা শেষে আজই খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গম খালাস ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

সরকার খাদ্য সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক বাজার থেকে গম আমদানি অব্যাহত রেখেছে। এর আগে বিভিন্ন দেশ থেকে বেশ কয়েকটি চালানে গম আমদানি করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই গম আমদানি দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাজারে গমের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে।