চট্টগ্রাম বন্দরে ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে

অনলাইন ডেক্স: শনিবার (৮ মার্চ), খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ভারত থেকে আমদানি করা হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ফু থানহ ৩৬ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তি (প্যাকেজ) আওতায় এই চাল আমদানি করা হয়েছে। জাহাজটির চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাস কার্যক্রম শুরু হবে।

খালাস কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চাল দ্রুততম সময়ে বাজারে সরবরাহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।