চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে শিগগিরই কার্গো ফ্লাইট চালুর ঘোষণা বেবিচক চেয়ারম্যানের

প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শিগগিরই কার্গো ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। বুধবার বিকেলে বিমানবন্দরের কার্গো টার্মিনাল ও কার্গো ওয়্যারহাউস পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

পরিদর্শনের সময় বেবিচকের প্রধান প্রকৌশলী মো. জাকারিয়া হোসেন, বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো প্রতিনিধি, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, কাস্টমস প্রতিনিধি ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কার্গো অপারেশন উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা জানান বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, রপ্তানি কার্গো রিসিভ এরিয়া সম্প্রসারণ, নতুন শেড নির্মাণ, অচল কোল্ড স্টোরেজ মেরামত, দুটি নতুন ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন এবং ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর ক্রয়ের পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি সিএন্ডএফ এজেন্টদের কাছ থেকে মতামত নেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

পরবর্তীতে তিনি যাত্রী টার্মিনাল ভবনসহ বিমানবন্দরের চলমান উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বিমানবন্দর সংশ্লিষ্ট সিভিল এভিয়েশন, বিমান বাহিনী, বাংলাদেশ বিমান, কাস্টমস ও ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ায় কার্গো পরিবহনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।