
প্রতিবেদক: চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণকে স্থাপনা নির্মাণ থেকে রক্ষা করে সার্বজনীন নাগরিক মুক্তাঙ্গন ঘোষণার দাবি জানিয়েছেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে বলা হয়, ১৯৬১ সাল থেকে প্রণীত সকল নগর মহাপরিকল্পনায় উন্মুক্ত স্থান সংরক্ষণ ও সম্প্রসারণের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণকে উন্মুক্ত রাখা সময়োপযোগী ও অপরিহার্য সিদ্ধান্ত হবে বলে মত দেন তারা।
ফোরামের সদস্যরা জানান, এই প্রাঙ্গণটি চট্টগ্রাম মহানগরের একেবারে কেন্দ্রে অবস্থিত এবং এর প্রাকৃতিক অবস্থান ও ঐতিহাসিক গুরুত্ব অনেক। এটি শুধু একটি খালি জায়গা নয়—নগরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও নাগরিক সম্পদ।
তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এখানে স্থাপনা নির্মাণের মাধ্যমে পরিকল্পিতভাবে চট্টগ্রামকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই নাগরিক স্বার্থে এই ধরনের যেকোনো নির্মাণ পরিকল্পনা অবিলম্বে বন্ধের দাবি জানায় ফোরাম।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সিকান্দার খান। মূল বক্তব্য উপস্থাপন করেন স্থপতি জেরিনা হোসেন। উপস্থিত ছিলেন প্রকৌশলী এবিএমএ বাসেত, স্থপতি আহমেদ জিন্নুর চৌধুরী, অধ্যাপক ড. নাজিম উদ্দিন, অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাফর আলম, প্রকৌশলী শহীদুল ইসলাম এবং পরিবেশবিদ তসলিমা মুনা।