
প্রতিবেদক: চাঁদাবাজি ও ককটেল হামলার প্রতিবাদে রাজধানীর সব গাড়ি বিক্রয়কেন্দ্র আগামীকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস বন্ধ থাকবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক মাস ধরে রাজধানীর বারিধারা ও প্রগতি সরণি এলাকার বিভিন্ন গাড়ি বিক্রয়কেন্দ্রে ধারাবাহিকভাবে চাঁদাবাজি ও ককটেল হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বারভিডার সভাপতি আবদুল হক প্রথম আলোকে বলেন, “একটি সংগঠিত মহল এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কয়েক মাস ধরে বারিধারার পাঁচ থেকে ছয়টি বিক্রয়কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং টেলিফোন করে চাঁদা দাবি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “দেশ এখন একধরনের ক্রান্তিকালে রয়েছে। আবার সামনে নির্বাচন। সন্ত্রাসীরা মনে করছে, ব্যবসায়ীদের মধ্যে ভয় তৈরি ও অপরাধ বিস্তারের এটি সুযোগের সময়।”
বারভিডার মহাসচিব রিয়াজ আহমেদ বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি। দেশে চাঁদাবাজদের ঠাঁই নেই। আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামীকাল প্রগতি সরণি এলাকার কোকা–কোলা মোড়ে ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে বারভিডার সভাপতি, সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত থাকবেন।