চামড়া ঢাকায় আনায় নিষেধাজ্ঞা, বিনামূল্যে ৩০ হাজার টন লবণ বিতরণ

প্রতিবেদক: কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকায় কাঁচা চামড়া পরিবহনে ১০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ এবং স্থানীয়ভাবে সংরক্ষণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক…

আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ঈদের দিনসহ পরবর্তী ১০ দিন ঢাকায় অন্য জেলা থেকে কাঁচা চামড়া পরিবহন নিষিদ্ধ থাকবে।

গত ২৫ মে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, চামড়ার বাজারে অতিরিক্ত সরবরাহ নিয়ন্ত্রণে ঢাকায় চামড়া প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য গ্রাম ও মফস্বলে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ বিতরণ করবে সরকার। এতে স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ সহজ হবে, এবং পরবর্তীতে তা বিক্রির উপযোগী থাকবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানিদাতারা চামড়া মাদরাসা বা এতিমখানায় দান করতে পারবেন। এসব প্রতিষ্ঠান নিজেরাই তা লবণ দিয়ে সংরক্ষণ করবে এবং পরে বাজারে বিক্রি করবে।

সরকার বলছে, এ উদ্যোগে চামড়া ব্যবসায় স্থিতিশীলতা আসবে এবং গ্রামাঞ্চলের সংরক্ষকেরাও ন্যায্য মূল্য পাবেন। তবে এর বাস্তবায়নে কতটা সফল হয় সরকার, সে প্রশ্নও থাকছে।