চার দিনের ব্যবধানে ভরিতে সাড়ে তিন হাজার টাকা বাড়ল সোনার দাম

অনলাইন ডেক্স: দেশের বাজারে আবারও বাড়ছে সোনার দাম। চার দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার মূল্য ৩,৫৫৭ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা বুধবার থেকে কার্যকর হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম আবারও দেড় লাখ টাকা ছাড়িয়ে যাবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। এর আগে গত শুক্রবার ভরিপ্রতি ২,৬২৪ টাকা কমানো হয়েছিল, যার ফলে ২২ ক্যারেট সোনার দাম নেমে এসেছিল ১,৪৮,৩৪৩ টাকায়। তবে মাত্র চার দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

নতুন মূল্য অনুযায়ী, আগামীকাল থেকে বাজারে সোনার দাম হবে— ২২ ক্যারেট  ১,৫১,৯০০ টাকা (+৩,৫৫৭ টাকা), ২১ ক্যারেট ১,৪৪,৯৯৫ টাকা (+৩,৩৯৪ টাকা),১৮ ক্যারেট ১,২৪,২৮০ টাকা (+২,৯০৪ টাকা),সনাতন পদ্ধতি ১,০২,৩৭৫ টাকা (+২,৪৮৫ টাকা)

এর আগে ২০ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ ১,৫৪,৫২৫ টাকায় পৌঁছেছিল, যা ছিল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে সোনার বাজার আবারও চড়া হয়ে উঠছে।