চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করার ঘোষণা হোয়াইট হাউসের

প্রতিবেদক: মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার থেকে চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করা হবে। এর আগে, ডোনাল্ড ট্রাম্প চীনকে মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করতে আল্টিমেটাম দিয়েছিলেন, তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তা না করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ট্রাম্প একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেন, তেলের দাম কমেছে, সুদের হার কমেছে, খাদ্যের দাম কমেছে, মূল্যস্ফীতি নেই। শুল্কের মাধ্যমে যেসব দেশ আমাদের শোষণ করেছিল, তাদের কাছ থেকে এখন যুক্তরাষ্ট্র সপ্তাহে বিলিয়ন বিলিয়ন ডলার আদায় করছে। চীনকে “সবচেয়ে বড় শোষক” বলে আখ্যা দিয়ে তিনি আরও লিখেন, “চীনের বাজার ভেঙে পড়ছে এবং তারা আমার সতর্কবার্তা উপেক্ষা করে ৩৪ শতাংশ শুল্ক বাড়িয়েছে, যা তাদের আগের অবিশ্বাস্য উচ্চ শুল্কের ওপর বসানো হয়েছে।

আরেকটি পোস্টে ট্রাম্প চীনকে হুমকি দিয়ে বলেন, “এই ৩৪ শতাংশ শুল্ক যদি মঙ্গলবারের মধ্যে প্রত্যাহার না করা হয়, তাহলে পরদিন চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।”

এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রথমে চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন এবং পরে রেসিপ্রোকাল শুল্কের আওতায় আরও ৩৪ শতাংশ শুল্ক বসান।