চীনে প্রথমবারের মতো বাংলাদেশি আম রপ্তানি

প্রতিবেদক: প্রথমবারের মতো চীনে আম রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার  দুপুরে ১০ টন আমের একটি চালান ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চীনে বাংলাদেশি আম রপ্তানির আলোচনা শুরু হয় কয়েক মাস আগে। এরপর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি মৌসুমে সব মিলিয়ে চীনে মোট ১০০ টন আম রপ্তানি করা হবে। প্রথম চালানে সাতক্ষীরা ও যশোর অঞ্চলের আম যাচ্ছে, যা কয়েকজন রপ্তানিকারকের সম্মিলিত উদ্যোগে পাঠানো হচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, প্রথম দফায় আজ ১০ টন আম চীনে যাচ্ছে। ধাপে ধাপে বাকি আমগুলোও পাঠানো হবে।”

এদিকে, আজ সকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) ভবনে আনুষ্ঠানিকভাবে এবারের আম রপ্তানির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কৃষি ও স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

উল্লেখযোগ্যভাবে, গত ২৮ এপ্রিল চীনের রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের একটি আমবাগান পরিদর্শন করেছিলেন। এরপর থেকেই চীনে আম রপ্তানির প্রক্রিয়া দ্রুত অগ্রসর হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ ২০১৯ সালে চীনসহ কিছু নির্দিষ্ট দেশে আম ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানির অনুমোদনের জন্য আবেদন করেছিল। তবে করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘ ছয় বছর পর এবার চীনে আম রপ্তানির উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে আম উৎপাদন হয়েছে প্রায় ২৪ লাখ টন। তবে রপ্তানি হয়েছে মাত্র ১ হাজার ৩২১ টন। গত বছর বাংলাদেশ থেকে মোট ২১টি দেশে আম রপ্তানি করা হয়। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইতালি, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশ।