
অনলাইন ডেক্স: শীর্ষ ক্রেতা দেশ চীনে এপ্রিলে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে। শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সিনোপেকের বেশ কিছু শোধনাগারের রক্ষণাবেক্ষণের কারণে সরবরাহ কমে যাবে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সৌদি আরব আগামী মাসে চীনে প্রায় ৩ কোটি ৫৫ লাখ ব্যারেল জ্বালানি তেল রফতানির জন্য বরাদ্দ করেছে, যা গত এক বছরের মধ্যে সবচেয়ে কম। মার্চ মাসে এই পরিমাণ ছিল ৪ কোটি ১০ লাখ ব্যারেল।
সিনোপেকের পরিকল্পনা অনুসারে, ইয়াংজি, জিউজিয়াং ও গাওকিয়াও শোধনাগারসহ বেশ কয়েকটি স্থানে মার্চের মাঝামাঝি থেকে মে পর্যন্ত দৈনিক কমপক্ষে সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ বন্ধ রাখা হবে। তবে এ বিষয়ে সৌদি আরামকো ও সিনোপেক কোনো মন্তব্য করেনি।
এশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের বাজার বর্তমানে ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছে। ২০২৪ সালের শেষ এবং ২০২৫ সালের শুরুর দিকে রাশিয়া ও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল।
এদিকে, রাশিয়ার ফার ইস্ট অঞ্চল ও ইরান থেকে চীনে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি মার্চে আবার বাড়তে পারে। বিশ্লেষকরা জানিয়েছেন, নিষেধাজ্ঞামুক্ত ট্যাংকারগুলো লাভজনক চুক্তির কারণে এ বাণিজ্যে যুক্ত হয়েছে, ফলে মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজগুলোর পরিবর্তে নতুন জাহাজ সরবরাহ চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, ভারতে রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহও চলতি মাসে পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে।