ছুটির দিনে বাজারে ক্রেতার ভিড়, বাড়তি দামে পেঁয়াজ-আদা-ডিম-মুরগি

In শেয়ার বাজার
August 05, 2025

প্রতিবেদক: ছুটির দিন হওয়ায় মঙ্গলবার রাজধানীর বাজারগুলোতে ক্রেতার ভিড় ছিল চোখে পড়ার মতো। মোহাম্মদপুর কৃষি মার্কেট ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানেই বিক্রি ভালো। ব্যবসায়ীরাও বলছেন, আজ ক্রেতাসমাগম এবং বিক্রির পরিমাণ দুটোই সন্তোষজনক।

তবে একইসঙ্গে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। সবচেয়ে বেশি ঝাঁজ দেখা গেছে পেঁয়াজ, আদা, ডিম ও মুরগির বাজারে।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা বশির শেখ জানান, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকার মতো। বর্তমানে খুচরায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা। পাইকারি বাজারে পাঁচ কেজির এক পাল্লা পেঁয়াজ এখন ৩৫০-৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহে ঘাটতি থাকায় দাম বেড়েছে বলে জানান তিনি।

বাজারে ডিমের দামও আগের মতোই চড়া। ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। পাইকারি বাজারে সাদা ডিম ১২০ টাকা ও লাল ডিম ১৩০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। তিন সপ্তাহ আগেও এই দাম ছিল ১৫০-১৬০ টাকা। সোনালি মুরগির কেজি এখন ৩১০-৩২০ টাকা, যা আগে ছিল ২৮০-৩০০ টাকা। বিক্রেতারা জানান, ছুটির দিনে চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বাড়িয়ে দেওয়া হয়, ফলে খুচরায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বৃষ্টির কারণে বাজারে সবজির দামও বেড়েছে। করলা, কাঁকরোল, বরবটি, বেগুনসহ বেশিরভাগ সবজির দাম ৬০-৮০ টাকা কেজি। বেগুনের দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজি। আমদানি করা টমেটোর দাম ১৪০-১৫০ টাকা কেজি। কাঁচা মরিচের দাম কিছুটা কমে ১৮০-২০০ টাকা কেজি হলেও তা এখনো তুলনামূলক বেশি।

মাস দেড়েক আগে বাড়লেও মিনিকেট চালের দাম এখন স্থিতিশীল। ডায়মন্ড, সাগর, মঞ্জুর ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট ৮৫-৯০ টাকা।

সবজি বিক্রেতা মোহাম্মদ আনিস বলেন, ‘বৃষ্টির কারণে কিছু দাম বেড়েছে, তবে সরবরাহ ভালো। বৃষ্টি কমলে সবজির দাম আবার স্বাভাবিক হবে বলে আশা করছি।’