
প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রোববার (১৬ জুন) দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। তবে ছুটির পর লেনদেনের প্রথম দিন সূচকের নেতিবাচক প্রবণতা দেখা গেছে।
দিনের প্রথম ১ ঘণ্টা ১০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩.০৬ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ৪.৫৫ পয়েন্ট। তবে এই সময় সূচকগুলোর মধ্যে শুধু ডিএস৩০ সূচকে সামান্য উত্থান হয়েছে; যা ২.৭৩ পয়েন্ট বা ০.১৫ শতাংশ।
প্রথম ঘণ্টায় লেনদেনের দিক দিয়ে শীর্ষে ছিল লাভেলো। কোম্পানিটির প্রায় ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস, যার লেনদেন হয়েছে ৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, যার শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৫৯ লাখ টাকার।
এই সময়ের মধ্যে মোট ২৭ হাজার ১৯২টি লেনদেনের মাধ্যমে ৮৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে ৭৫টি শেয়ারের দাম বেড়েছে, ২১২টির দাম কমেছে, আর ৭৭টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।