
প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা মোহাম্মদ মাহমুদুজ্জামানকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনারের চলতি দায়িত্বে ছিলেন। তাঁর মূল পদ ছিল অতিরিক্ত কর কমিশনার।
গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে তাঁর অবসর প্রদানের আদেশ জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, মোহাম্মদ মাহমুদুজ্জামানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুসারে অবসর প্রদান করা হয়েছে। তিনি অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন।
একই সঙ্গে একই কারণ দেখিয়ে কর আপিল অঞ্চল-১, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম আকন্দকেও অবসর প্রদান করেছে সরকার।