জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে সমঝোতায় স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা

প্রতিবেদক: জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে সমঝোতায় পৌঁছানোয় সাধুবাদ জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, নির্বাচিত সরকার গঠিত হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে এবং তাঁরা নতুন করে বিনিয়োগের চিন্তা করতে পারবেন।

শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের পবিত্র রমজান শুরুর আগেই,অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে। তবে সে লক্ষ্যে বিচারিক ও কাঠামোগত সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন জরুরি।

বৈঠকের পর প্রতিক্রিয়া জানতে চাইলে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, আমরা সব সময় চাই রাজনীতি ও ব্যবসাকে আলাদা রাখা হোক। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল পরিবেশ অত্যন্ত জরুরি। রাজনৈতিক অস্থিরতা থাকলে অর্থনীতি চাপের মধ্যে পড়ে যায়।

তিনি বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর থেকে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে, যার প্রভাব পড়ছে ব্যবসায়িক পরিবেশে। সরকার ও বিরোধী রাজনৈতিক দলের ভিন্ন অবস্থানের ফলে এই সংকট আরও ঘনীভূত হচ্ছিল। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক করেছে।

তাসকিন আহমেদ সরকারের উদ্দেশে বলেন, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হলে প্রথমেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। পাশাপাশি প্রয়োজন কার্যকর উদ্যোগ ও নীতিগত স্থিরতা।