জিপিএইচ ইস্পাতের ৫ হাজার কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে বিএসইসি

প্রতিবেদক: জিপিএইচ ইস্পাতের পাঁচ হাজার কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহের প্রস্তাব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দেয়নি। গত ১৯ জুন বিএসইসি থেকে কোম্পানিটিকে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে কমিশন কেন এই আবেদন বাতিল করল, সে বিষয়ে চিঠিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়েছিল, জিপিএইচ ইস্পাত বাজার থেকে ৫ হাজার কোটি টাকা মূলধন সংগ্রহে প্রেফারেন্স শেয়ার ছাড়ার পরিকল্পনা করছে।

এ বছরের ফেব্রুয়ারি মাসে, জিপিএইচ ইস্পাত জানায় যে তারা হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে মূলধন সংগ্রহের পরিকল্পনা করছে। এ উদ্দেশ্যে কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল হংকং সফরও করেছে।

২০১২ সালে আইপিও’র মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় জিপিএইচ ইস্পাত। তখন কোম্পানিটি দুই কোটি শেয়ার ইস্যু করে ৬০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছিল। বর্তমানে এটি একটি ৪৮৪ কোটি টাকার মূলধনের কোম্পানি।

শেষ তথ্য অনুযায়ী ডিএসইতে জিপিএইচ ইস্পাতের শেয়ারের দাম ছিল ১৭ টাকা ২০ পয়সা।

প্রেফারেন্স শেয়ার হলো এমন এক ধরনের শেয়ার, যেখানে বিনিয়োগকারীরা সাধারণ শেয়ারের তুলনায় বিশেষ সুবিধা পান। তারা পূর্বনির্ধারিত হারে লভ্যাংশ পেয়ে থাকেন।কোম্পানি বন্ধ হলে মূলধন ফেরতে অগ্রাধিকার পান।তবে সাধারণত ভোটাধিকার থাকে না বা সীমিত থাকে।

এই ধরনের শেয়ার তুলনামূলকভাবে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হয় এবং ঝুঁকি কম হলেও লভ্যাংশ পাওয়ার নিশ্চয়তা বেশি থাকে।