
প্রতিবেদক: হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় জুলাইয়ের পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন—পেট্রোবাংলা। তবে আপাতত দেশের বাজারে এলএনজির দাম স্থিতিশীল রয়েছে।
সোমবার একটি জাতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান।
তিনি বলেন, “জুলাই পর্যন্ত আমাদের দীর্ঘমেয়াদি গ্যাস আমদানির কার্গো নিশ্চিত আছে। ফলে এ সময় পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাজারে এলএনজির দামে বড় ধরনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
তবে আশঙ্কা থেকেই যাচ্ছে জুলাইয়ের পর। যদি হরমুজ প্রণালী দিয়ে পরিবহনব্যবস্থায় বিঘ্ন ঘটে বা গ্যাসের আন্তর্জাতিক দাম বাড়ে, তখন আমদানি খরচ বেড়ে যেতে পারে বলে জানান তিনি।
পরিস্থিতি মোকাবেলায় বিকল্প পদক্ষেপ নেওয়ার কথাও জানান পেট্রোবাংলা চেয়ারম্যান। তিনি বলেন, “বিশ্ববাজারে দাম বাড়লে স্পট মার্কেট থেকে কেনা কার্গোর সংখ্যা কমিয়ে সমন্বয় করার চিন্তা করা হচ্ছে।
এই প্রসঙ্গে আজ সোমবার দুপুরে কাতারের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানান রেজানুর রহমান।
বিশ্বের এক-চতুর্থাংশ জ্বালানি পণ্য হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সেখানে উত্তেজনা বেড়ে গেলে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান বিরোধে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।