জুলাইয়ের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় বেড়েছে ৭.৭০ শতাংশ

প্রতিবেদক: দেশে বৈধ পথে প্রবাসী আয় আসা ধারাবাহিকভাবে বাড়ছে। চলতি জুলাই মাসের প্রথম ১৬ দিনেই প্রবাসী আয় প্রবাহে ৭ দশমিক ৭০ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১৪২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। অথচ গত বছরের একই সময়ে এ আয় ছিল ১৩১ কোটি ৯০ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরের (বিদায়ী) হিসাব অনুযায়ী, দেশে মোট ৩০ দশমিক ০৪ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। আগের অর্থবছর ২০২৩-২৪ সালে এ আয় ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ।

এদিকে প্রবাসী আয় ও রপ্তানি আয় বেড়ে যাওয়ার পাশাপাশি আমদানি ব্যয় তুলনামূলকভাবে কম থাকায় বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে। এর ফলে মার্কিন ডলারের দাম কমতে শুরু করে। ডলারের এ দরপতন সামাল দিতে বাংলাদেশ ব্যাংক আবারও নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনতে শুরু করেছে। গত রোববার কেন্দ্রীয় ব্যাংক ১৭ কোটি ১০ লাখ ডলার এবং পরবর্তী মঙ্গলবার ও বুধবার মিলিয়ে আরও ৪৮ কোটি ডলার কেনে।

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, ডলারের দাম আপাতত ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন ব্যাংক ডলার কিনেছে ১২১ টাকা ২০ পয়সা থেকে ১২১ টাকা ৩০ পয়সা দরে। আগের দিন বুধবার এই হার ছিল ১২০ টাকা ৭০ পয়সা থেকে ১২১ টাকা ২০ পয়সা। জুন মাসের শুরুতে এই হার ছিল ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২৩ টাকা। অর্থাৎ সাম্প্রতিক সময়ে ডলারের দরে বড় ধরনের ওঠানামা হয়নি।

বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, বর্তমানে মুদ্রাবাজারে ডলারের সরবরাহ পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল। তাই এখন আমদানি সংক্রান্ত বিধিনিষেধ ও বিলাসপণ্য আমদানির ওপর থাকা বাড়তি শর্ত তুলে নেওয়ার উপযুক্ত সময়। এতে আমদানি বাড়বে এবং দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি ফিরে আসবে বলে তারা আশা করছেন।