
প্রতিবেদক: চলতি অর্থবছরের জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ কোনো উন্নয়ন প্রকল্পে এক টাকাও খরচ করতে পারেনি। মাসজুড়ে প্রকল্প কর্মকর্তারা বরাদ্দের টাকা ব্যবহার না করায় এসব প্রকল্পের বাস্তবায়ন শূন্য রয়ে গেছে। আজ সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যেসব মন্ত্রণালয় ও বিভাগ জুলাইয়ে কোনো অর্থ ব্যয় করতে পারেনি, সেগুলো হলো—পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংসদবিষয়ক সচিবালয়।
এসব মন্ত্রণালয় ও বিভাগের ১৩০টি প্রকল্পে চলতি অর্থবছরে প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির ৫৯টি প্রকল্পে ৮ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দ থাকলেও জুলাইয়ে কোনো খরচ হয়নি। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ১৪টি প্রকল্পে ৪ হাজার ৮০৯ কোটি টাকা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পে ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে, কিন্তু ব্যয়ের অগ্রগতি নেই।
সামগ্রিকভাবে জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ০.৬৯ শতাংশ, যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। ওই মাসে মোট ব্যয় হয়েছে ১ হাজার ৬৪৪ কোটি টাকা, যা আগের বছরের জুলাইয়ের চেয়ে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা কম। চলতি অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা, যার আওতায় বাস্তবায়িত হচ্ছে ১ হাজার ১৯৮টি প্রকল্প।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, জুলাইয়ে ১ শতাংশের কম এডিপি বাস্তবায়ন হয়েছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। আগেরবারের মতো কোনো অজুহাত এ ক্ষেত্রে গ্রহণ করা হবে না।