জুলাই অভ্যুত্থান দিবসে ছুটি, বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন জানান, সরকারি ছুটির কারণে আজ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী চলাচল স্বাভাবিকভাবে চলছে।

আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব ট্রাকের অধিকাংশেই রয়েছে বাংলাদেশের শতভাগ রপ্তানিনির্ভর তৈরি পোশাক শিল্পের কাঁচামাল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান বলেন, “সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আজ কোনো পণ্য আমদানি বা রপ্তানি হচ্ছে না।”

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, “৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে যেতে পারবে।”