জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

প্রতিবেদক: জুলাই মাসে দেশে জ্বালানি তেলের দাম পরিবর্তন করা হয়নি। জুন মাসে যেভাবে দাম নির্ধারিত ছিল, জুলাই মাসেও সেই দামই বহাল থাকবে। রবিবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই মাসের জন্য ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রল ১১৮ টাকা ও অকটেন ১২২ টাকায় বিক্রি হবে। এসব দাম আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

গত বছরের মার্চ থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করেছে। ফলে প্রতি মাসে নতুন করে দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একইসঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও নির্ধারণ করছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ পেট্রল, অকটেন, কেরোসিন, ফার্নেস অয়েল ও জেট ফুয়েল।

বিপিসি সব সময় অকটেন ও পেট্রল বিক্রিতে লাভ করে। তবে তাদের লাভ-লোকসানের প্রধান সূচক হলো ডিজেল বিক্রি। আগে জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করতো বিপিসি, বর্তমানে তা বিইআরসি করে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রতিবেশী ভারতসহ বিশ্বের বহু দেশে প্রতি মাসে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়। আইএমএফের ঋণচুক্তির অংশ হিসেবে গত বছরের ২৯ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশেও স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এর ফলে বিশ্ববাজারে দাম বাড়লে দেশের বাজারেও তা বাড়বে, আবার কমলে কমানো হবে।