জুলাই মাসে শুল্ক–কর আদায়ে ঘাটতি প্রায় ৩ হাজার কোটি টাকা

প্রতিবেদক: গত জুলাই মাসে শুল্ক–কর আদায়ে প্রায় ২ হাজার ৮৬৪ কোটি টাকার ঘাটতি হয়েছে। আন্দোলন থেমে যাওয়ার পরও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে গতি ফেরেনি।

আজ বুধবার এনবিআর প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১১ কোটি টাকা। তবে আদায় হয়েছে মাত্র ২৭ হাজার ২৪৭ কোটি টাকা।

এর আগে গত মে ও জুন মাসে এনবিআরের কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের কারণে বড় অঙ্কের রাজস্ব ঘাটতি হয়েছিল। যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বিভিন্ন কর্মসূচির ফলে রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটে। আন্দোলন শেষ হলেও কর্মকর্তাদের মধ্যে এখনো বরখাস্ত–বদলির আতঙ্ক বিরাজ করছে। ফলে রাজস্ব আদায়ের কাজে মনোযোগ কমে গেছে বলে জানিয়েছেন কয়েকজন কর্মকর্তা।

তবে এনবিআরের হিসাবে দেখা গেছে, ঘাটতি থাকা সত্ত্বেও গত বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে। ২০২৪ সালের জুলাই মাসে আদায় হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। সেই হিসাবে এ বছর জুলাইয়ে আদায় বেড়েছে ৪ হাজার কোটি টাকার বেশি। গত বছর ওই সময়ে ছাত্র–জনতার আন্দোলন ও কারফিউর কারণে রাজস্ব আদায়ে বড় প্রভাব পড়েছিল।

এ বছরের জুলাই মাসে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে ভ্যাট খাত থেকে—১১ হাজার ৩৫২ কোটি টাকা। কাস্টমস খাতে আদায় হয়েছে ৯ হাজার ৬০১ কোটি টাকা এবং আয়কর থেকে আদায় হয়েছে ৬ হাজার ২৯৪ কোটি টাকা।