জ্বালানি খাতে ‘মার্কিন আধিপত্য’ অর্জনে বাধা উৎপাদন ও রিগ সংকোচন

প্রতিবেদক: দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি খাতে ‘মার্কিন আধিপত্য’ প্রতিষ্ঠার ঘোষণা দিলেও বাস্তবে তা অর্জনের পথ সহজ হচ্ছে না। সক্রিয় রিগের সংখ্যা কমে যাওয়া ও ধীরগতির খনন কার্যক্রম এই পরিকল্পনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।

সম্প্রতি প্রকাশিত ‘শর্ট-টার্ম এনার্জি আউটলুক’ প্রতিবেদনে ইআইএ জানিয়েছে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উত্তোলন কমে ১ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ব্যারেল হতে পারে, যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫০ হাজার ব্যারেল কম। ব্লুমবার্গের বরাতে দ্য হিন্দু বিজনেস লাইন এ তথ্য জানিয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে সক্রিয় রিগের সংখ্যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। একই সময়ে উত্তোলনের জন্য আগাম খনন করা হলেও স্থগিত রাখা (ডাক – DUC) কূপের সংখ্যা টানা চার মাস ধরে বেড়ে চলেছে। ২০২৫ সালের মে মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৯-এ।

ইআইএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের শেল খাত থেকে দৈনিক তেল উত্তোলন কমে ১ কোটি ১০ লাখ ৯০ হাজার ব্যারেলে নামতে পারে। এই সংখ্যা পূর্ববর্তী পূর্বাভাসের তুলনায় ১ লাখ ৬০ হাজার ব্যারেল কম। এর প্রধান কারণ হিসেবে পারমিয়ান বেসিনে উত্তোলন হ্রাসকে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে, আগামী বছর যুক্তরাষ্ট্রের সমুদ্রবর্তী অঞ্চল থেকে তেল উত্তোলন দৈনিক ১৮ লাখ ৫০ হাজার ব্যারেলে পৌঁছাতে পারে, যা আগের পূর্বাভাসের চেয়ে ৪০ হাজার ব্যারেল বেশি।

বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির গতি কমার পূর্বাভাসও দিয়েছে ইআইএ। সংস্থাটির মতে, ২০২৫ সালে দৈনিক চাহিদা বাড়তে পারে মাত্র ৮ লাখ ব্যারেল, যেখানে পূর্ববর্তী পূর্বাভাস ছিল ১০ লাখ ব্যারেল। চাহিদা কমে যাওয়া ও সরবরাহ বাড়ার ফলে বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ দৈনিক গড়ে ৮ লাখ ব্যারেল বাড়তে পারে বলে ধারণা করছে ইআইএ।