
অনলাইন ডেক্স: চলতি মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফেব্রুয়ারিতে যে দাম নির্ধারণ করা হয়েছিল, তা এই মাসেও বজায় থাকবে। গত (ফেব্রুয়ারি) মাসে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা করে বাড়ানো হয়েছিল জানুয়ারির তুলনায়।
আজ শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হয়। তারই ধারাবাহিকতায়, চলতি মার্চ মাসে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
গত বছরের মার্চ থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়া শুরু করেছে এবং প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে।
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত নির্দেশিকায় বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হয়, তাই বাস্তবতার ভিত্তিতে এগুলোর দাম সবসময় ডিজেলের চেয়ে বেশি রাখা হয়। সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অকটেন ও পেট্রল বিক্রি করে মুনাফা অর্জন করে, তবে ডিজেলের ওপর তাদের লাভ-লোকসান নির্ভরশীল। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল।
উড়োজাহাজের জেট ফুয়েল এবং বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করা হয় বিপিসি দ্বারা, তবে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।