টাইটানিক যাত্রীর চিঠি নিলামে বিক্রি, রেকর্ড দাম ৪ কোটি ৮৮ লাখ টাকা

প্রতিবেদক: টাইটানিক জাহাজের এক যাত্রীর লেখা একটি হাতে লেখা চিঠি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। প্রত্যাশার চেয়ে পাঁচ গুণ বেশি দামে বিক্রি হওয়া চিঠিটি কিনে নিয়েছেন একজন বেনামী ক্রেতা। তিনি চিঠিটির জন্য ৩ লাখ ব্রিটিশ পাউন্ড বা ৪ লাখ মার্কিন ডলার পরিশোধ করেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৮৮ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

এই নিলামটি অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের উইল্টশায়ারের হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন নামক নিলাম হাউসে, গত রোববার। নিলাম আয়োজকদের ধারণা ছিল, চিঠিটির দাম সর্বোচ্চ ৬০ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে। কিন্তু এর চেয়ে অনেক বেশি দামে চিঠিটি বিক্রি হয়ে যায়।

চিঠিটি লিখেছিলেন কর্নেল আর্চিবল্ড গ্র্যাসি নামের এক যাত্রী। ১৯১২ সালের ১০ এপ্রিল, টাইটানিক জাহাজে যাত্রা শুরুর দিনেই তিনি এটি লেখেন। সে সময় তিনি প্রথম শ্রেণির সি৫১ নম্বর কেবিনে ছিলেন। চিঠিটি তিনি পোস্ট করেন পরদিন, ১১ এপ্রিল, যখন টাইটানিক আয়ারল্যান্ডের কুইন্সটাউনে ডক করেছিল।

উল্লেখ্য, টাইটানিক জাহাজটি যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রার পাঁচ দিন পর, উত্তর আটলান্টিকে একটি বিশাল হিমশৈলের (আইসবার্গ) সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। ওই দুর্ঘটনায় ২,২০০ যাত্রী ও ক্রুর মধ্যে দেড় হাজারের বেশি মানুষ মারা যান।