টানা ছুটি শেষে খুলেছে ব্যাংক, ভিড় কম, লেনদেন চলছে স্বাভাবিকভাবে

প্রতিবেদক: পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রোববার (১৬ জুন) থেকে দেশের সব ব্যাংক খুলেছে। সকাল ১০টা থেকে ব্যাংকিং লেনদেন শুরু হলেও সকালে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।

রাজধানীর গুলশান ও মতিঝিল এলাকার কয়েকটি ব্যাংক শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, কর্মকর্তারা সময়মতো উপস্থিত হয়েছেন এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। কোনো কোনো ব্যাংকে গ্রাহকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করা হয়। তবে টানা ছুটির পর ব্যাংক খোলায় যে ধরনের গ্রাহকচাপ প্রত্যাশিত ছিল, সেটি দেখা যায়নি। আজ লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত, তবে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

গুলশান ও মতিঝিলের দুটি শাখার ব্যবস্থাপক জানান, এখন আর ব্যাংকে নগদ টাকার লেনদেনের অতিরিক্ত চাপ থাকে না। ঈদের আগে নতুন টাকার চাহিদা থাকলেও পরে তা কমে যায়। বর্তমানে গ্রাহকেরা মূলত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্যই ব্যাংকে আসেন। ফলে টানা বন্ধে ব্যাংকিং কার্যক্রমে তেমন প্রভাব পড়ে না।

ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক ও শেয়ারবাজার ছিল বন্ধ। আর্থিক খাত–সংশ্লিষ্টরা বলছেন, নিকট অতীতে একটানা ১০ দিন লেনদেন বন্ধ থাকার নজির নেই। ফলে এ সময়ে ব্যবসা-বাণিজ্য অনেকটাই স্থবির হয়ে পড়ে।

ছুটির সময়ে ব্যাংক গ্রাহকদের নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে। বিশেষ করে অনেকেই এটিএম থেকে টাকা তুলতে পারেননি, কারণ অধিকাংশ ব্যাংক তাদের নিজস্ব গ্রাহক ছাড়া অন্য ব্যাংকের গ্রাহকদের জন্য এটিএম সেবা সীমিত করে দিয়েছিল। তবে অনলাইন বা ইন্টারনেট-নির্ভর লেনদেন এই সময়ে চালু ছিল, যা কিছুটা হলেও ভোগান্তি কমিয়েছে।