
প্রতিবেদক: আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে ঊর্ধ্বমুখী সূচকের মধ্য দিয়ে। আজ তিনটি সূচকই বেড়েছে, যদিও লেনদেনের পরিমাণ গতকাল বুধবারের তুলনায় কিছুটা কম ছিল। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, টানা তিন কার্যদিবস ধরে ডিএসইতে ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে। আজ মোট লেনদেন হয়েছে ৬৭৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
এদিকে আজকের দিনে মূল্যহ্রাসের দিক দিয়ে শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক, গ্লোবাল হেভি কেমিক্যালস, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইন্দো–বাংলা ফার্মাসিউটিক্যালস।
মিডল্যান্ড ব্যাংক
আজকের লেনদেনে সবচেয়ে বেশি দরপতনের শিকার হয়েছে মিডল্যান্ড ব্যাংক। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৬.৭১ শতাংশ বা ১.৯ টাকা। গতকাল যার দাম ছিল ২৮.৩ টাকা, আজ তা নেমে এসেছে ২৬.৪ টাকায়। উল্লেখ্য, ব্যাংকটি ২০২৩ সালে ৩% এবং ২০২২ সালে ৫% নগদ লভ্যাংশ দিয়েছে।
গ্লোবাল হেভি কেমিক্যালস
দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস। আজ তাদের শেয়ারের দাম কমেছে ৩.৭৯% বা ৮০ পয়সা। গতকাল দাম ছিল ২১.১ টাকা, যা আজ কমে ২০.৩ টাকায় দাঁড়িয়েছে। কোম্পানিটি ২০২০ সালে ৩.৭৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
তৃতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, যার শেয়ারের দাম কমেছে ৩.৬৯% বা ৯ টাকা। গতকাল যার মূল্য ছিল ২৪৩.৩ টাকা, তা আজ কমে হয়েছে ২৩৪.৩ টাকা। প্রতিষ্ঠানটি ২০২৩ ও ২০২৪ সালে ২৫% নগদ লভ্যাংশ দিয়েছে।
এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড
চতুর্থ অবস্থানে রয়েছে এস আলম কোল্ড রোল্ড। শেয়ারের দাম কমেছে ৩.৫৮% বা ৮০ পয়সা। গতকাল ছিল ২২.৩ টাকা, আজ তা কমে হয়েছে ২১.৫ টাকা। কোম্পানিটি ২০২২ ও ২০২৩ সালে ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে।
ইন্দো–বাংলা ফার্মাসিউটিক্যালস
পঞ্চম স্থানে রয়েছে ইন্দো–বাংলা ফার্মাসিউটিক্যালস। আজ শেয়ারের দাম কমেছে ৩.৫৪% বা ৫০ পয়সা। গতকাল যার দাম ছিল ১৪.১ টাকা, তা আজ কমে দাঁড়িয়েছে ১৩.৬ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে ০.১% এবং ২০২২ সালে ১% বোনাস লভ্যাংশ দিয়েছে।