
প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টির প্রভাবে বাজারে বেড়েছে অনেক পণ্যের দাম। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। মাত্র তিন দিনের ব্যবধানে এর দাম বেড়েছে আড়াই থেকে তিন গুণ।
আজ (বুধবার) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁওয়ের তালতলা, কারওয়ান বাজার ও হাজিক্যাম্প বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। ভ্যানে করে বিক্রি হওয়া মরিচের দাম আরও বেশি।
পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম এখন প্রতি কেজি ১৮০ থেকে ২৪০ টাকা, যা বৃষ্টির আগে ছিল মাত্র ৬০ থেকে ১০০ টাকা। অর্থাৎ পাইকারি দামও বেড়েছে দ্বিগুণের বেশি। খুচরায় আগের ৮০ থেকে ১২০ টাকার মরিচ এখন বিক্রি হচ্ছে ২৮০–৩০০ টাকায়।
বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। মাঠ থেকে সংগ্রহ ও পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় পাইকারি পর্যায়ে জোগান সংকুচিত হয়েছে। সেই সুযোগে কিছু আড়তদার ও পাইকাররাও দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে খুচরায় ভোক্তাদের বেশি টাকা গুনতে হচ্ছে।
হাজিক্যাম্প বাজারে গিয়ে দেখা গেছে, ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম হাঁকা হচ্ছে ৭০ টাকা, যা মানে প্রতি কেজি ২৮০ টাকা। ক্রেতারা বলছেন, এমন অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের ব্যয় নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। আজ বিকেল থেকে কিছুটা কমলেও আবারও রোববার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।