
প্রতিবেদক: সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি মোট ১ হাজার ৪০৪ কোটি টাকার নয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য ২ কোটি ২০ লাখ লিটার পরিশোধিত পাম অয়েল কেনার প্রস্তাব অন্যতম।
মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সভা সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে প্রতি লিটার ১৬২ টাকা ১৯ পয়সা দরে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ থেকে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে ৩৫৬ কোটি ৮১ লাখ টাকা।
একই সভায় সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন পায়। প্রতি ইউনিট ১২.৪৭৫ মার্কিন ডলার দরে এই এলএনজি কিনতে সরকারের ব্যয় হবে ৫৯৮ কোটি ৩০ লাখ টাকা।
এছাড়া ‘ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের ব্যয় সাড়ে ৮ লাখ টাকা বাড়িয়ে ১ কোটি ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন বজায় রাখতে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএইচআই থেকে এক বছরের জন্য দৈনিক উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কাজে কারিগরি সহায়তা নেওয়ার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭৬ কোটি ৩৪ লাখ টাকা।
এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনতে ১৪২ কোটি ৮৭ লাখ টাকার প্রস্তাব অনুমোদন করা হয়। এ সার প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৩৯০ দশমিক ৩৭৫ মার্কিন ডলার।
সভায় আরও কয়েকটি পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় কক্সবাজারের মাতারবাড়িতে ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনে পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) উদ্যোগে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।