
প্রতিবেদক: সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৭ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। কেজিপ্রতি মূল্য ধরা হয়েছে ৯১ টাকা ৮৮ পয়সা, ফলে মোট ব্যয় হবে ৬৪ কোটি ৩২ লাখ টাকা। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতির মাধ্যমে ‘কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’ এই ডাল সরবরাহ করবে।
আজ বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এই ক্রয় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়া সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই কাজ পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড’। এক কার্গোতে থাকবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ (মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট) এলএনজি। এই এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫২২ কোটি ২৮ লাখ টাকা। প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৪৩ মার্কিন ডলার।
এ ছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে রাশিয়া, কানাডা ও মরক্কো থেকে মোট ১ লাখ ৪০ হাজার টন সার আমদানির প্রস্তাবও সভায় অনুমোদিত হয়েছে। এই সার আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ৮৯২ কোটি ৪৪ লাখ টাকা।