টিসিবির নতুন নীতিমালায় ডিলার নিয়োগ শুরু, বাড়ছে তদারকি ও শর্তের কড়াকড়ি

প্রতিবেদক: পণ্য বিক্রয়ের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশের বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগ কার্যক্রম শুরু করেছে। এই নিয়োগ কার্যক্রম চলছে সদ্য জারি হওয়া ‘ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ অনুযায়ী, যা ২০২৫ সালের মার্চ মাসে প্রণীত হয়। এই নীতিমালা জারির মাধ্যমে ২০২১ সালের আগের নীতিমালাটি বাতিল হয়ে গেছে। বর্তমানে দেশে টিসিবির ডিলার সংখ্যা ৮ হাজার ২৭৫ জন। এরই মধ্যে টাঙ্গাইল ও চট্টগ্রাম জেলায় নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

নতুন নীতিমালার আওতায় সিটি করপোরেশন বা পৌরসভা এলাকার প্রতিটি ওয়ার্ডে একজন করে এবং ইউনিয়ন এলাকায় প্রতি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে। কোনো এলাকায় উপকারভোগী পরিবারের সংখ্যা যদি ১,৫০০ জনের বেশি হয়, তাহলে সেখানে একাধিক ডিলার নিয়োগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ডিলার হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং আর্থিকভাবে সচ্ছল হতে হবে। এর প্রমাণ হিসেবে প্রার্থীর ব্যাংক হিসাবে কমপক্ষে ৫ লাখ টাকা জমা থাকতে হবে। পাশাপাশি, ডিলারের একটি নিজস্ব বা ভাড়া দোকান থাকতে হবে যেখানে কমপক্ষে ১০ টন খাদ্যপণ্য সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।

আবেদনকারীকে অবশ্যই প্রকৃত মুদি ব্যবসায়ী হতে হবে এবং বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে। সরকারি বা বেসরকারি চাকরিজীবী, নির্বাচিত জনপ্রতিনিধি, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং কালোতালিকাভুক্ত ঠিকাদাররা ডিলারশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে প্রার্থীর ছবি, জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্সের কপি, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, দোকান ভাড়ার দলিল বা মালিকানার প্রমাণ, এবং ভ্যাট নিবন্ধন সনদ (যদি থাকে)। আবেদন ফি বাবদ টিসিবির অনুকূলে ৫ হাজার টাকা অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন জমার পর ৩০ কার্যদিবসের মধ্যে প্রাথমিক বাছাই শেষ করবে টিসিবি। এরপর প্রার্থীদের তথ্য যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে এবং তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মতামত টিসিবিতে পৌঁছাতে হবে। নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে জামানত হিসেবে ৩০ হাজার টাকা এবং দুই বছরের জন্য ১০ হাজার টাকা লাইসেন্স ফি জমা নিতে হবে। ডিলারশিপ দুই বছর মেয়াদি এবং নবায়নযোগ্য। মেয়াদ শেষ হওয়ার এক মাস আগে নবায়নের আবেদন করতে হবে। নবায়ন ফি ৫ হাজার টাকা এবং সময়মতো নবায়ন না করলে বিলম্ব মাশুল দিতে হবে। ছয় মাসের মধ্যে নবায়ন না হলে ডিলারশিপ বাতিল হয়ে যাবে।

জেলা পর্যায়ে ডিলারদের কার্যক্রম তদারকি করবেন জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে তদারকির দায়িত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। টিসিবির আঞ্চলিক কর্মকর্তারা মাসে অন্তত ১০টি বিক্রয়কেন্দ্র পরিদর্শন করবেন। ইউএনও মাসে অন্তত দুটি বিক্রয়কেন্দ্রের উপকারভোগী তালিকা, পণ্য উত্তোলন প্রক্রিয়া ইত্যাদি সরেজমিনে যাচাই করবেন। ডিলাররা টিসিবির গুদাম থেকে টাকা জমার রসিদের ভিত্তিতে পণ্য সংগ্রহ করে নিজ দায়িত্বে দোকানে মজুত করবেন এবং পরে নির্ধারিত স্থানে ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবেন। এই বিক্রয়ের সময় কার্ড যাচাই বা বৃদ্ধাঙ্গুলির ছাপ রেখে পণ্য হস্তান্তর নিশ্চিত করতে হবে।