টিসিবির সম্মাননা পেল রূপালী ব্যাংক পিএলসি

প্রতিবেদক: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ রূপালী ব্যাংক পিএলসিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্প্রতি ঢাকার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে টিসিবি আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মঈনউদ্দিন মাসুদ এবং টিসিবি ভবন কর্পোরেট শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের ৬৪টি জেলায় সংস্থাটির ৮ হাজার ৫০০ জন ডিলার রয়েছে। তারা বছরে ৬ হাজার টন পণ্য সরবরাহের মাধ্যমে সিন্ডিকেট রোধ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টিসিবি ভোক্তাদের কাছে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকায়, প্রতি কেজি চিনি ৭০ টাকায়, মসুর ডাল ৬০ টাকায়, ছোলা ৬০ টাকায় এবং পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করছে।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেন, সুবিধাবঞ্চিত কোটি পরিবারের পাশে দাঁড়াতে টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। তিনি আরও বলেন, “সামগ্রিক প্রচেষ্টার কারণে গত রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক ছিল। অতীতে দুর্বৃত্তায়িত ব্যবস্থার কারণে বাজারে সংকট তৈরি হয়েছিল। কিন্তু এখন প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা ও জনগণের আস্থা তৈরি হয়েছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাঁর কর্মকালে টিসিবিকে আরও কার্যকর ও যৌক্তিক পর্যায়ে উন্নীত করা সম্ভব হবে।