টেকসই উন্নয়নে দেড় কোটি ইউরো ঋণ দেবে জার্মানি

অনলাইন ডেক্স: বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ১ কোটি ৪৪ লাখ ইউরো (বর্তমান বাজারমূল্যে প্রায় ১৮০ কোটি টাকা) ঋণ সহায়তা দেবে জার্মানি। এ বিষয়ে আজ বুধবার (১৫ জানুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জার্মান সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইআরডি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই চুক্তিতে ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জিআইজেডের বাংলাদেশ প্রধান আন্দ্রেস কুক সই করেন।

জার্মানির ঋণ তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যয় করা হবে।
১. বস্ত্র খাতে টেকসই কর্মসূচি-২ প্রকল্প:

  • অর্থায়ন: ৭৩ লাখ ইউরো
  • লক্ষ্য: ইউরোপীয় ইউনিয়নের মানের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন।

২. সাপোর্ট ফর দ্য লোকালাইজেশন অব ন্যাশনাল ক্লাইমেট অ্যাডাপটেশন টার্গেটস:

  • অর্থায়ন: ৩০ লাখ ইউরো
  • লক্ষ্য: স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত পদ্ধতিতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি।

৩. ট্রানজিশন টু সাসটেইনেবল ই-মবিলিটি প্রকল্প:

  • অর্থায়ন: সাড়ে ৪১ লাখ ইউরো
  • লক্ষ্য: নীতিনির্ধারক, ব্যবসাপ্রতিষ্ঠান ও গবেষণাপ্রতিষ্ঠানের সমন্বয়ে টেকসই ই-মবিলিটি উন্নয়ন।

এই প্রকল্পগুলোর মাধ্যমে—

  • বস্ত্র ও তৈরি পোশাক খাতের আন্তর্জাতিক মান উন্নয়ন।
  • জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ের উদ্যোগ শক্তিশালী করা।
  • পরিবেশবান্ধব ও টেকসই পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

জার্মানির এই ঋণ সহায়তা বাংলাদেশের টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।