ট্রাস্ট ব্যাংকের আমানত অতিক্রম করলো ৫০ হাজার কোটি টাকার মাইলফলক

প্রতিবেদক: বেসরকারি খাতের ট্রাস্ট ব্যাংকের আমানত ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে আমানত দাঁড়িয়েছে ৫০,৩৪৪ কোটি টাকায়। এ অর্জন উদযাপনের জন্য ব্যাংক কর্মকর্তারা কেক কেটে আনন্দ প্রকাশ করেছেন।

জানা গেছে, গত এক বছরে ব্যাংকটি তাদের সেবার বিস্তৃতি বাড়িয়েছে। একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে এবং অনেক প্রতিষ্ঠানের বেতন হিসাব ট্রাস্ট ব্যাংকে চালু হয়েছে। এর ফলে ৯ মাসে প্রায় ৫,৫০০ কোটি টাকার বেশি আমানত বৃদ্ধি হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, “মানুষের আমাদের ব্যাংকের ওপর আস্থা অনেক বেড়েছে। আমরা দেশজুড়ে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ডিজিটাল মাধ্যমেও গ্রাহকদের আরও কাছাকাছি সেবা পৌঁছে দিচ্ছি। ফলে ছোট ছোট আমানতকারীরাও ব্যাংকে টাকা জমা করতে শুরু করেছে। অনেক প্রতিষ্ঠানের বেতনও আমাদের মাধ্যমে হচ্ছে। সব মিলিয়ে তাই আমানতে ভালো প্রবৃদ্ধি হয়েছে।”

তিনি আরও জানান, চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকের আমানতের ৬২–৬৩ শতাংশই খুচরা গ্রাহকদের, বাকিটা করপোরেট ও এসএমই গ্রাহকরা।

অন্য তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষে ব্যাংকের আমানত ছিল ৪৪,৮৭২ কোটি টাকা, যা সেপ্টেম্বর ২০২৫-এ বেড়ে ৫০,৩৪৪ কোটি টাকায় পৌঁছেছে। ফলে ৯ মাসে নিট আমানত বেড়েছে ৫,৪৭২ কোটি টাকা। এর আগে ২০২৩ সালে ব্যাংকের আমানত ছিল ৩৬,৬৪০ কোটি টাকা। ২০২৩-২৪ সালের মধ্যে ব্যাংকের ঋণও বেড়ে ৩৭,৮২৪ কোটি টাকা হয়েছে।

বছরের নয় মাসের মধ্যে সবচেয়ে বেশি আমানত বেড়েছে মার্চে, ১,৬৩৭ কোটি টাকা, এরপর দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে সেপ্টেম্বরে, ১,২৬২ কোটি টাকা। এছাড়া মে ও জুন মাসেও ১ হাজার কোটি টাকার বেশি আমানত বেড়েছে।

সম্প্রতি ট্রাস্ট ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমতিপত্র পেয়েছে। বন্ডটির নাম টিবিএল অষ্টম সাব-অর্ডিনেটেড বন্ড, এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে অনুমতি দিয়েছে। ১৯৯৯ সালে যাত্রা শুরু করা ব্যাংকটির গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় সাড়ে ১৪ লাখ।