
প্রতিবেদক: সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে ব্যাংক এশিয়ার আয় এক বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। তবে একই সময়ে ব্যাংকটির ঋণ খাত থেকে সুদ আয় কমেছে। সোমবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ট্রেজারি বিল–বন্ডসহ বিভিন্ন বিনিয়োগ পণ্যে সুদ আয় হয়েছে ১,২৪৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৬৪৬ কোটি টাকা। অর্থাৎ এই খাত থেকে আয়ের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ।
ট্রেজারি আয়ের এই প্রবৃদ্ধির ফলে ব্যাংকটির নিট মুনাফাও বেড়েছে। ছয় মাসে ব্যাংক এশিয়ার মুনাফা হয়েছে ৩১০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০১ কোটি টাকা। মুনাফা বেড়েছে ৯ কোটি টাকা।
অন্যদিকে, ঋণ থেকে সুদ বাবদ আয় কমেছে ৩৭ কোটি টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে এই খাত থেকে আয় হয়েছে ১,৩৯৭ কোটি টাকা, যেখানে গত বছর একই সময়ে ছিল ১,৪৩৪ কোটি টাকা।
অর্থনীতিবিদদের মতে, ঋণের সুদ আয় কমার পাশাপাশি আমানতের সুদ ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। চলতি সময়ে ব্যাংক এশিয়ার আমানতের সুদ বাবদ ব্যয় হয়েছে ১,৫১০ কোটি টাকা, যা গত বছর ছিল ১,০৮৬ কোটি টাকা— অর্থাৎ বেড়েছে প্রায় ৪২৪ কোটি টাকা।
ব্যাংক খাত–সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে আমানতের ওপর উচ্চ সুদ প্রদানের কারণে ব্যাংকগুলোর আমানত সংগ্রহ ব্যয় বেড়ে গেছে, যা তাদের মুনাফায় চাপ সৃষ্টি করছে