
প্রতিবেদক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস, রোববার। দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দর অপরিবর্তিত রয়েছে। মার্চ মাসজুড়েই ডলারের দাম স্থিতিশীল ছিল। বর্তমানে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২২ টাকায়।
আজ বৈদেশিক মুদ্রার বাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে কোনোটিরই দর বাড়েনি। তবে ইউরো, ব্রিটিশ পাউন্ড, চীনা ইউয়ান, জাপানি ইয়েন, অস্ট্রেলীয় ডলার এবং সিঙ্গাপুরি ডলারের দাম কমেছে। অন্যদিকে, ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বিনিময় হারের তুলনায় খোলাবাজারে মুদ্রাগুলো কিছুটা বেশি দামে লেনদেন হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা সরাসরি দেশের ব্যবসা-বাণিজ্যের খরচের ওপর প্রভাব ফেলে। ডলারের দাম স্থিতিশীল থাকলেও অন্যান্য মুদ্রার দরপতন আমদানি ও রপ্তানি খাতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।